হৈচৈ কবিতায় কিংকর দাস

দ্বন্দ্ব সমাস
ঘুঘুরা বাসা বেঁধেছে আমারই ভিটায়
আমি অনুভব করি স্বপ্নের গভীরে
এক সনাতন জুজু ক্রমাগত চরে বেড়ায়
সারাক্ষন ধরে আমার ভিতর ভিতরে।
ঘরের যে কুঠরিতে থাকি‚তার
কোনো দরজা নেই– জানালাও নেই–
চারপাশ জুড়ে শুধু– শুধুই দেওয়াল।
আর– নুনে খাওয়া পলস্তরা খসা
জরাজীর্ণ সেই দেওয়ালে–
কীসব যেন লিখে রেখেছে কারা।