|| রাঙিয়ে দিয়ে যাও সংখ্যায় || কৌশিক চক্রবর্ত্তী
by
·
Published
· Updated
রামধনু
বেগুনি
দেখি সূর্য ছোঁয়া চিঠি
তার অক্ষরে সাক্ষী নিই
শুধু অন্ধকারের থেকে
বেছে স্বপ্নটুকু বুনি
নীল
কেন বিষ এত অচেনা
তবু নিচ্ছি স্লিপিং পিল
যখন ধ্বংস হবে সবই
তবু চিনব না গরমিল
আকাশী
যদি পর্দাটুকু সরে
তুমি সাজবে সর্বনাশী
তবু লাগবে না আর চেনা
যখন ভাঙছে সে বিশ্বাসই
সবুজ
কেউ হাত রেখেছে বুকে
কেউ চিনিয়ে দিল কুঁজ
এত দ্বন্দ্বে ভরা চোখ
তবু পিঠ খোঁজে কার্তুজ
হলুদ
সব হার্ট অ্যাটাকের পরে
খোঁজা হয়না তার ওষুধ
যখন সোহাগমতী ডালে
কিছু কাঠঠোকরাই বুঁদ
কমলা
শুধু সন্ধে নামার মুখে
সব মানুষই হরবোলা
এখন সময় কিছু বাকি
তাই দরজাটুকু খোলা
লাল
মাছ আটকে পড়ার আগে
ছিঁড়ে ফেলছেনা সেই জাল
যদি ঘর গুছনোর থাকে
ডাকো সেই দিনে হরতাল