T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় কৌশিক চক্রবর্ত্তী

ফেলে দিও রাতের পোশাক
ফিরে যাও একা
ভেদ করো সাম্রাজ্যের প্রলেপ
ত্রুটি বিচ্যুতির কথা বেঁধে নাও হ্যারিকেনে
চাইলেই কি ছুঁতে পারি ক্লিওপেট্রার জিভ?
মোনালিসা আর ফ্যারাও রাণীর তফাৎ এটুকুই…
চোখে চোখে অরণ্যের সীমানা
আজ এই পিছিয়ে আসা দিনে
সমৃদ্ধির বাসরঘরে বাস করে গৃহহীন প্রজাপতি-
সবার অলক্ষ্যে আজও ইচ্ছে করে
হাত পেতে চেয়ে নিই অপর্যাপ্ত ঠোঁটের অনুপাত…
ফিরে যাও তবু
হয়ত সোহাগি দিন বেছে রাখা ভীষণ কঠিন…
পড়ে থাক বিপরীত ডানা…
কথা রেখো-
সীমান্ত পেরিয়ে গেলে ফেলে দিও রাতের পোশাক…
Go back alone
You can overcome the boundary of the territory
Shade the lamp to cover all the untold truth
I an helpless…