T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় কৌশিক চক্রবর্ত্তী

খিদে
বঁটির ফলায় নিজেকে বসিয়ে রোজ
লুকোচুরি খেলা সমস্ত পাটাতনে
ঝুলে থাকাটুকু নিজস্বতায় মুড়ে
বিলিয়েছি রোজ বন্ধক রাখা মনে।
অংক কষলে উত্তর থেকে খুঁজে
মিলিয়েছি কিছু নির্জনতার মান
সংখ্যাতত্ত্বে ভরসা জুগিয়ে আমি
করে গেছি সেই বসতির সন্ধান।
জোগাড় হয়নি আর কোনো ছায়াপথ
বিপন্নতার অন্য নামই খিদে
ছেড়ে থাকলেও বঁটিতে কমেনি ধার
ভুল বুঝিয়েছি ঘনিষ্ঠ সঙ্গীদের।
সম্বল পেতে তারাও করেছে চুরি
জলের পোকারা আমার জন্য স্নানে
বাথটব থেকে তুলে নিয়ে আশকারা
আমার মতোই শরীর ভেজাতে জানে।
বঁটির আগায় তুলে রাখা আছে ঘোর
বিশ্বাস নেই তার প্রবণতা ঘিরে
যদি ছিঁড়ে পড়ে যাবতীয় বশ্যতা
মূর্তি খুঁজব দাবীহীন মন্দিরে।