কবিতায় বলরুমে কৌশিক চক্রবর্ত্তী

অন্ধকারমুখী দাবানল
অন্ধকারমুখী দাবানলের কথা মনে পড়ে?
যেখানে জলের বদলে জড়ো হত কেরোসিন
ধোঁয়াটে বসন্তের বিদায়ে উচ্চতা বাড়তো আগুনের
যে কটা লোক খেতে পায় না
তাদের দায়িত্ব আমার
আর দরজায় জনস্বার্থের নোটিস
শূন্যতার কথা কেউ বললে
আমি খালিপেট প্রদর্শন করি রোজ
চোয়ালের একাকিত্ব রোধে সবাই সচেষ্ট
দাবানলের লেলিহান শিখা আমার প্রাণ কেড়েছে?
পাহাড়ে পুড়ে যাচ্ছে গাছ
আর রাস্তার পাশে একটা একটা করে
বটের চারায় জল দিচ্ছি আমি
ভেঙে পড়বার আগে
আরও কয়েকটা আবক্ষ মূর্তি গড়ে ফেলবো নিজের।