কবিতায় কৌশিক চক্রবর্ত্তী

গোপন শাখামূল
স্তব্ধতার রাত এলে গোপন হব আমি
তোমার হাত ধরে চেয়ে দেখব সূর্যাস্ত
ফেলে আসা দরজায় আঁক কাটা দিনের ছবি
কলিং বেলে শোয়ানো জোয়ার
নদী ভাগ হলে ঠোঁটে জমে পলি
নিজের হাতে ভাগ করার আগে
তোমার জন্য বরাদ্দ করি কর্মহীন ভোর
আজ আবার রাত হবে
আমি স্বপ্নে দেখব সাক্ষরিত ফুলগাছ
যে ফুলে রাত্রি নামে না আর
সেই গাছের কোমরে জড়িয়ে রাখব একাকিত্ব
এখন অনিদ্রার ঘোর
হয়ত তুমি চেয়ে দেখবে আবার
ঘুমোতে বলবে রোজকার মতোই
সমস্ত ভাঙা টুকরো জুড়ে আমি তখন গোলাপকুঁড়ির আকাঙ্খায়
হে গোপন শাখামূল
কখনো নিয়ম ভেঙে বুকে মাথা রেখেছ তুমি?