T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় কাকলি ভট্টাচার্য্য মৈত্র

অভিমান
কিছু কথা না বলাই থাক
কিছু খাম নাইবা খোলা হলো
গোপনেই থাক নিদ্রাহীন রাত
দীর্ঘশ্বাস আরো গভীর হোক
কিছু ফুল যদি ঝরে যেতে চায়,
ফাগুনও যদি না ভরে সেই ক্ষত
একদিন ঠিক খুঁজে নেবে নোনা স্বাদ; নদীও
সুখেরা ঘুমিয়ে পড়ে গভীর হলে রাত
দুঃখেরা চড়ায় গলা জাগতে রহ—
অকৃপণ চাঁদ ঢেলে দিলে আলো
উৎলায় শোক; তখনও
…সাদা পাতা জুড়ে কবিতার সুরে
দুফোঁটা চোখের জল; তবুও
কিছু কথা না বলাই থাক
কিছু খাম নাইবা খোলা হলো;
কান্নারা বেঁচে থাক হাহাকার জুড়ে থাক বুকে
একপিঠ এলোচুলে আমি হারিয়ে যাবো….