ছোটদের জন্যে বড়দের লেখায় Kathakali Banerjee by TechTouchTalk Admin · Published July 25, 2020 · Updated June 4, 2022 পরিযায়ী পরিযায়ী পেট মনের গভীরে মূল স্মরণিকা আজো খিড়কির ছোটো ঘাট মায়ের গায়ের সবুজ জলের ঘ্রাণ ফসলবিলীন ছাতিফাটা ধোঁয়া মাঠ । ভিটে নেই তবু ভিটেয় ফেরার জেদ ঝড়ে নিয়ে গেছে গাঁয়ের চোখের জল উঠোনে নরম কাদার মূর্তি বাপ করুণ আর্তি কেন ফিরে এলি বল ! কে বলেছে বাড়ি মানে ঘরদাওয়া ঘর নেই তাই স্মৃতিমূলও নেই ? লাখো পায়ে পায়ে বৃথাই কি পথ হাঁটা আঁধারতুলিতে মা’র মুখ নির্ভুল ! মন-পরিযায়ী লাভের হিসাবে বোঝে গাঁয়ের ভিটের কানাকড়ি তার দাম মূলের মানুষ পথ হাঁটে চিরকাল হাঁটাতেই বাঁচা, সেইখানেই জীবনের সম্মান ! ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 ধারাবাহিক কিশোর উপন্যাসে সমীরণ সরকার (পর্ব – ৫৮) November 5, 2022 by TechTouchTalk Admin · Published November 5, 2022