কবিতায় কালিদাস ভদ্র

থাকবো বলে তো আসিনি
থাকবো বলে তো আসিনি
শব্দহীন জ্যোৎস্নার ডানায় উড়ে
এসেছি এ খুলনার খেয়াঘাটে আবার
টাবুরে নৌকোর দাঁড়ে
ছলাৎ ছল
বাঁধানো ঘাটের সিঁড়ি
নর্তকী এখন
সামনে ঝুকে থাকা অশ্বথের ডালের নিচে
জোনাকি -চাঁদরে ঢাকা মাজারে
অন্তহীন আলোর আকাঙ্খা
জমিলা তুমি কি এখনও
পলাশ ফুলেতে সেজে
আবির ডালিতে
বসন্ত সাজাও
থাকবো বলে তো আসিনি
রূপকথার মতো গাঙের জলে
হিরন্ময় শুশ্রুষা রেখে
ভূমীশয্যা সাজাবো এবার
খুলনার খেয়াঘাট বিস্তৃত বিরহ জানে
অবিনশ্বর প্রেম চেনে না—