কবিতায় কাকলী বসু

জৈষ্ঠের মধ্যাহ্ন
জৈষ্ঠ্য মাসের তপ্ত বায়
সূর্য কিরণ অগ্নি ছড়ায়।
জনশূন্য পথ ঘাট সব
স্তব্ধ দুপুর, নেই কলরব।
শুধুমাত্র কিশোর একদল
সাঁতরে পুকুর ছিটায় জল।
উষ্ণতারে তুচ্ছ মানি
চঞ্চলতার কুঠার হানি
নেই কো শঙ্কা নেই তো ডর
দস্যিপনা শুধু দিনভর।
কেউ পড়ছে ঝাঁপিয়ে জলে
কেউ চড়ছে গাছের মগডালে।
করলে শাসন? বয়েই গেছে!
তুচ্ছ সব ওদের কাছে
দাওয়ায় দাঁড়িয়ে দেখছি আমি
সত্যি! কৈশোরটা কতো দামী!
ওরাই শক্তি ওরাই বল
আমার গ্রামের ছেলের দল।