T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় কৃতিকণা
by
·
Published
· Updated
আহান-রস
শীতের আহানে কবিতার উঠোন জুড়ে চু-কিৎকিৎ সিরেলের ছোঁয়াছুঁয়ি ছক কাটা
শব্দগুলো
ভোরের শিশিরের মত টুপটাপ ঝরে পড়ে রূপোলী ইউক্যালিপটাসের সুগন্ধী শরীর বেয়ে।
গঁদের আঠায় মোড়া চটচটে অন্ত্যমিল ছন্দেরা জুড়িগাড়ির ঘোড়ার ক্ষুরে একে অপরের গা ঘেঁষাঘেঁষি করে সুখরোদ পোহায়।
পরাধীনতার শ্যাওলা হেলায় দু’পায়ে মাড়িয়ে
এলোচুলে প্রেম নিকোনো প্রাসাদের অলিন্দে যুদ্ধের মহড়ারত কবির মানসী তরবারির তীক্ষ্ণাগ্রে
ঈশান কোণে শীতলপাটি বিছিয়ে স্মৃতির ভুলভুলাইয়া আঁকে মন আকাশের ছাদ জুড়ে।
ভালোবাসার ছায়া ঘেরা অলিগলি ছাড়িয়ে
হুনহুনা গানে মুখরিত কবিতা, পালকির ফাঁক দিয়ে রামধনু দেখে।
আলেয়ার নীল শিখায় একটা-দুটো পংক্তি-মশাল দপ করে জ্বলে ওঠে মহাকালের ত্রিনয়নে।