মার্গে অনন্য সম্মান জয়ন্তী ভারতী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা নং – ৭৩
বিষয় – পরকীয়া
প্রেম নেই
দীর্ঘ বিশ বছর বিবাহিত জীবন অতিবাহিত হবার পরও
তোমার প্রতি আমার ভালোবাসা,
জীবনের একটা মস্ত বড় ভুল
কিংবা ভবিষ্যতে একটা বিরাট ক্ষতি হবে,
তা কোনোদিন ভাবি নি।
সবাই বলে এক জীবনে সব পেতে নেই।
সব পেলে জীবন নাকি নষ্ট হয়ে যায়।
কেমন আছি, এই প্রশ্নের উত্তর যে এত কঠিন হবে,
তা কোনোদিন ভাবি নি।
হয়তো ভালো আছি,
হয়ত ভালো থাকার চেষ্টা করছি।
এই দুই কথার মাঝে বিরাট এক ফাঁক।
তুমি ভয় পেয়ে চলে গেলে অনেক দূরে,
একেবারে ধরা ছোঁয়ার বাইরে।
পাছে লোক জানাজানি হলে,
এই সম্পর্কের নতুন নাম দেবে পরকীয়া, তাই।
তুমি হয়তো ভাবছো তোমার ভালোবাসা হারিয়ে,
আমি একেবারে শূন্য হয়ে বসে আছি।
ভুল ভাবছো, আজ আমি তুমি বিনা পরিপূর্ণ।
এর জীবনে সুর আছে, তাল আছে, আছে ছন্দ,
আছে কবিতা, আছে হাসি গল্প আড্ডা।
আমার পছন্দের সব সব আছে।
শুধু একটা প্রেম নেই,
শুধু একটা তুমি নেই।