মার্গে অনন্য সম্মান জয়ন্তী ভারতী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১১২
বিষয় – অভিমানী
অভিমানী মন
অভিমানে ভরেছে আজ মন
চক্ষু দুটিও অশ্রু সজল,
মন খারাপের গল্পগুলো
কেন যে এত সচল হলো?
দুঃখের সাগরে ডুবেছে যে জন
কষ্ট বিনা হয় কি জীবনযাপন?
কাছের মানুষ রয় না কাছে
অচেনারাই বড্ড আপন।
একই পথের পথিক সবাই
দুঃখ সুখের একই গল্প,
তোমার পাল্লা ভীষণ ভারী
আমার কেন হবে অল্প?
অস্তিত্বকে টিকিয়ে রাখতে
একার যুদ্ধ একার লড়াই,
আজ যা নিত্য, কাল তা অনিত্য
কেন তবে এত বড়াই?