মার্গে অনন্য সম্মান জয়ন্তী ভারতী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা পর্ব – ১২০
বিষয় – বাঙালির ভ্যালেনটাইস ডে
প্রথম দেখা
কলেজের সরস্বতী পুজোর অঞ্জলীর সময় তোমায় প্রথম দেখা।
অবাক নয়নে বিস্ময়ে তাকিয়ে ছিলাম তোমার দিকে।
কিছুতেই চোখ সরাতে পারছিলাম না।
শরীরে মনে এক অদ্ভুত আলোড়ন হচ্ছিল।
এ আমার কি হলো আজ?
আগে তো কখনো এমন হয়নি কোনদিন!
ফুটে থাকা পলাশের রং লেগেছে আমার শরীরে।
মনে বেজে উঠেছে ভায়োলিনের সুর।
খুব ইচ্ছে করছে তোমার হাতটি ধরে
নীল সমুদ্রের পাশে বসে ঢেউ গুনতে।
ইচ্ছে করছে শান্ত পাহাড়ের বুকে
তোমার সাথে গলা ছেড়ে গান গাইতে।
ইচ্ছে করছে ঝুম ঝুম বৃষ্টিতে
তোমার সাথে নৃত্যের তাল তুলতে।
ইচ্ছে করছে তোমার বুকে মাথা রেখে
খোলা আকাশের নিচে বাঁচতে।
আরো কতো কতো ইচ্ছেরা
যারা মনের ঘরে বন্দি হয়েছিল,
বন্ধ দরজা ভেঙে মুক্ত আকাশে
ডানা মেলতে চাইছে।
চাওয়া-পাওয়ার হিসেব ভুলে
তোমাকে চিৎকার করে বলতে ইচ্ছে করছে——
ভালোবাসি, ভালোবাসি ,ভালোবাসি।
সেই জন্যই মনে হয় সবাই বলে
সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন ডে।