কবিতায় বলরুমে যুথিকা সাহা
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
হলুদ বিকেল
ইচ্ছেগুলো কেমন যেন মনের কোণে আজো জমা আছে
মনপবনে বসন্ত জাগে আগের মতোই যেমন ছিলাম তোমার কাছে ।
মেয়েবেলার হাজার স্বপন,
তোমাতেই দেখেছিল দু’নয়ন।
তোমায় সঁপে দিয়ে মন কখন হারিয়ে ছিলাম রপকথারই দেশে,
ভেসে গেলাম দুজনাতে সাত সাগরের ফেনায় ফেনায় মিশে ।
লাল রঙ পলাশ শিমুলে,
বসন্তের হলুদ বিকেলে।
কত পথ হেঁটেছি সাঁঝের আকাশের তারা গুনে গুনে,
আধোঘুমে মাঝরাতে কখন স্বপ্নে ডুবেছে গহীন হৃদয় তোমারই সনে !
এখন বুঝি ফুরিয়েছে বেলা?
জীবনের তাই অস্ত যাবার পালা।
তোমার লেখার সব চিঠিই আছে মনের কুলুঙ্গিতে তোলা।
সবুজ মনের স্মৃতিরা সব রঙীন উজ্জ্বল ,যায় কি তারে ভোলা ?