T3 || শক্তি চট্টোপাধ্যায় || স্মরণে জীবন সরখেল

সম্মোহন
মানুষ আজও কাঁদে;
তবে ‘এসে ভেসে ভালোবেসে’
পাশে দাঁড়ানোর কথা
সেভাবে ‘কেউ’বলে না!
একাকী অসময়ে ছেড়ে না যাবার দৃঢ় অঙ্গীকার শুনতেই পায় না আর।
‘ভালোবাসার ভীষণ অসুখে আক্রান্ত’ না হয়েও বদলে যাচ্ছি প্রায় সবাই।
‘অবনী বাড়ি আছে কিনা’ এই হৃদয় ছোঁয়া আহ্বানের প্রতিধ্বনি শব্দে শব্দে অক্ষরে অক্ষরে এক বিরাট মায়াজাল বুনে
‘ধর্ম ও জিরাফে’ থাকার বস্তুনিষ্ঠ ভাবনার চিরকালীন সম্মোহন
বাঙালির পক্ষে কাটিয়ে ওঠা হয়তো কোনোদিনই সম্ভব নয়।