ক্যাফে কাব্যে জীবন সরখেল

অসময়
ঔদ্ধত্যের অন্ধকার সীমাহীন লাশের পাহাড়ে সূর্যকে ঢেকে দিতে চায়….
শাসক শোষকের দম্ভ ও নির্লজ্জ ক্ষমতার অপব্যাবহার দিনরাতের পার্থক্যকে আজও কত সহজেই মুছে দেয়!
প্রতিবাদহীন নির্বিকার অন্ধকারে চোখ নাক মুখ বুজে থাকে সাধারণ মানুষ থেকে অধিকাংশ বুদ্ধিজীবী…….
স্বার্থের সওদায় নির্বিবাদী আত্মমগ্ন আপোষে তাঁরা খুঁজতে চান মরীচিকা সুখ!
অবিবেচক প্রশ্রয়ে আর আদরে বেড়ে ওঠা অন্ধকারের হাত-পা ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হয়……
আশা আকাঙ্খা আর স্বপ্নেরা কেউ জন্মের পূর্বে -পরিণতির পূর্বে কিংবা শুরু হওয়ার পূর্বেই অন্ধকারের গর্ভেই তলিয়ে যায়!
তবে সুপ্ত আগ্নেয়গিরির ম্যাগমা-লাভাস্রোত পুঞ্জীভূত বিবেকের আহ্বানে প্রয়োজনে সংগঠিত হতে জানে;
আর সমস্বরের স্ফূরণে মুহূর্তে ভস্মীভূত করে ফেলতে পারে অসময়ের রাশীকৃত সমস্ত জঞ্জাল………