T3 || প্রভাত ফেরি || বিশেষ সংখ্যায় জয় সিংহ

প্রভাত চৌধুরী সমীপেষু 

প্রণাম জানাই তোমায় হে কবি, হই অবনত
অজস্র কবিতা লিখে যাচ্ছেন আজও, অবিরত

ঝড়-ঝঞ্ঝা, সমস্যা মহামারীতে পরেনিকো কোন ছেদ
কবিতা লেখা তো নয় যেন চাবুক! নিজস্ব, নির্মেদ

পাতায় পাতায় এযাবৎ লিপিবদ্ধ নিবিড় কাব্যকথা
পোস্টমডার্ন নামে আনলেন চমক, নতুন বারতা

‘কবিতা পাক্ষিক’নামে এক সুদীর্ঘ মহীরুহ তলে
কবিতাকে ভালবেসে মানুষ দাঁড়িয়েছে শহরে, মফস্বলে

কলমকে হাতিয়ার করে যারা নির্ভীক নির্ভয়
অপার বাগ্মীতার সাথে মিলেছে এসে অনাবিল প্রশ্রয়

একঘেয়েমিয়তার মেঘ সরিয়ে, দিলেন নতুন অক্সিজেন
নব উচ্ছ্বাসে উদ্বেলিত আজ কাব্যের সমুদ্র সফেন

প্রভাত চৌধুরীর এই যাত্রাপথে পথিক অগণন
বাংলা কবিতার জগত জুড়ে এক নতুন মাইলস্টোন।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।