কবিতায় জারা সোমা
এস এম এস
একেকটা খবর আসে অসময়ে
এক একটা খবরে টলে যায় স্থিতি
বিবর্ণ গালে এঁকে রাখা জলছাপ
বিস্মৃতি নতুন করে দৃঢ় করে বিভাজনরেখা
শীতচাদরে কুয়াশা ঢাকতে অনেক দেরী
সদ্য হেমন্ত ভেতরে চোরা কাঁপন
সব এস ম এস সুখের কথা বলেনা
কিছু শব্দ মিছিল করে জানান দেয়
বিদায়ের সঠিক সময়……….