ক্যাফে কাব্যে জীবন সরখেল

চেয়ার
নীতিহীন যত মানুষ সব আজকাল তার বুক আগলে বসে থাকে..
কত আস্ফালন;চুপিসারে কুটকচালি আর মেকি তত্ত্বকথা তার হাতলে হেলান দিয়ে সারে একালের দুঃশাসনেরা!
ভীষণ শ্বাসকষ্টে আর আত্মযন্ত্রণায় ক্ষতবিক্ষত হতে হয় তাকে প্রতিমুহূর্তে;
লজ্জায় আর আত্মগ্লানিতে মাটিতে মিশে যেতে ইচ্ছে হলেও শক্ত পোক্ত শরীরের কারণে তা আর কোনোভাবেই হয়ে ওঠে না।
মহানুভব মানুষের ছোঁয়ায় জীবন সার্থক করার ইচ্ছে নিয়েই শবরীর মতো চলে তার সুদীর্ঘ প্রতীক্ষা……