ক্যাফে কাব্যে জীবন সরখেল

বর্ষা
আজও এই সভ্যতার ভরসা
একমাত্র সুসমন্বিত বর্ষা!
কৃত্রিম জলের যত সাধন
তা মোটেও নয়তো চিরন্তন।
বাঁচাতে এই সভ্যতার সুখ ও স্বপ্ন
বর্ষার জলের ব্যবহারে নিতেই হবে যত্ন।
জলের জন্যই নাকি মহাযুদ্ধ হবে আগামীদিনে
জোর দিতেই হবে যে তাই এই সম্পদের বন্টন ও সংরক্ষণে ।
তাই আজ কেবল উন্নাসিকতা ও ভাববিলাসিতা নয়
সজাগ থেকেই এড়াতে হবে প্রিয় সভ্যতার পরাজয়।
আজ কেপটাউনের মতো মহা উন্নত এক শহরে
জলের জন্য হাহাকার এসেছে সবার নজরে!
বন ও জলাভূমিই হলো এই পৃথিবীর শ্বাস
ওরা বাঁচলে তবেই আমরা ঠিক থাকবো বারোমাস
জলের সদ্ব্যবহারে বাঁচুক তাই নদীমাতৃক সভ্যতার এই প্রাণ
বাস্তুতন্ত্র সংরক্ষণেও সবাই শুনতে চায় বর্ষারই গান।
জানাই অপার শ্রদ্ধা; কলমে ও কবিতায়
হে বর্ষা; আজও যে তোমার কোনোই বিকল্প নাই।