ক্যাফে কাব্যে জীবন সরখেল

দৃষ্টি
কাঁপতে থাকা জলের আয়নায় বহু কষ্টেও নিজেকে স্থির দেখার চেষ্টা করি;
দূরে চিমনির ধোঁয়ার কুণ্ডলী সবার মাথা
ছাপিয়ে অনেক উপরে উঠে যায়…..
বাঁচতে চাওয়া আর মরার পরেও বেঁচে থাকার মাঝে যে ‘শূন্য-পূর্ণ সূত্র’ তা কবিতার সোহাগী কোলেই যেন বারেবারে মাথা রাখতে চায়।
তবে মর-জগতে মরতে মরতে মরে যাওয়ার চেয়ে মরার আগে মরাই তো হলো বাঁচা!