কবিতায় পদ্মা-যমুনা তে জিল্লুর রহমান প্রামানিক

চলে গেছে
চলে গেছে হাতের মুঠোয় হাত
হৃদয় থেকে মূল্যবান আলো
এখন বুকে অবাঞ্ছিত ধুলো
মেলে দিল বিশাল ডানাগুলো।
চলে গেছে চোখের তারায় চোখ
যার পেছনে ছিল পারদ মাখা
এখন কেবল নীরবতার কাচ
ছড়িয়ে দিচ্ছে শাখা ও প্রশাখা।
চলে গেছে চূর্ণ-অনুভূতি
সকালবেলার ঘরোয়া পোশাক
চলে গেছে বাড়ি যাওয়ার তাড়া
শরীর-ভরা রহস্যময় বাঁক।
চলে গেছে সেই গেরুয়া গ্রাম
ঘাসে ঢাকা অশেষ সমতল
চলে গেছে হঠাৎ ঝোড়ো হাওয়া
খরার জমি ভিজিয়ে দেয়া জল।