T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় জুঁই রায়

আত্মার অনুরোধ
গভীর আত্মা থেকে যখন কথারা বের হয়ে আসে,
তখন সে ডুকরে কেঁদে বলে-
আমার ওপর তার ভীষণ অভিমান।
টুকরো টুকরো সাদা মেঘেওয়ালা আকাশ
যখন উষ্ণ করে শরীর,
কালো মেঘের সঞ্চিত বারিধারা বয়ে আনে
এক পশলা বৃষ্টি,
ভিজে যায় কপোলের দু পাশ,
রাতের বেলার নরম তুলোর সঙ্গী।
সে বারবার বলে ওঠে সময় হয়নি এখনও-
কোনো অধিকার নেই তাকে হত্যা করবার।
কেনো এতো ঘৃনা?
ভেজা বালিশ কি শুধুই শুকাবে দিনের বেলা!
রাত তো ভারী মিষ্টি,
আমাকেও ভালবাসো
দুজন মিলে হাসি,
আমিই তোমায় খুশি রাখবো
সবার চাইতে বেশি।।