কবিতায় জয়ন্ত পাল

বৃষ্টির পদাবলী
বৃষ্টি আসুক
বৃষ্টি নামুক
আমার ঊষর ভূমির
ধূসর গোধূলি বেলায়
বৃষ্টি আসুক
আমার প্রাণে
রবি ঠাকুরের গানে
গীতবিতানের পাতায়
বৃষ্টি আসুক
…. মল্লারে
বৃষ্টি নামুক
রোদন বেলার
হর্ষ ভরা নীড়ে
বৃষ্টি আসুক
হয়ে আমার
প্রেমের পদাবলী
বৃষ্টি আসুক
হৃদয় জুড়ে
সুখের বুলবুলি
বৃষ্টি ঝরুক
আমার গায়ে
রাধার নামাবলী
বৃষ্টি আসুক
আমার মনে
চির বসন্ত
গুঞ্জরিয়া অলি
বৃষ্টি নামুক
আমার চোখে
চির হসন্ত
সুখের অশ্রু হয়ে
বৃষ্টি আসুক
আমার মনে
প্রেমের ফল্গু বয়ে
বৃষ্টি আসুক
বৃষ্টি নামুক
বৃষ্টি ঝরুক…
সকাল সন্ধ্যা ধরে
বৃষ্টি আসুক
বৃষ্টি নামুক
বৃষ্টি ঝরুক…
আমার সকল হৃদয় জুড়ে।