মার্গে অনন্য সম্মান জয়েশ নাথ (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৭০
বিষয় – চোরাবালি
চোরাবালির ঘেরাটোপে
সন্ধ্যা নামায় ইচ্ছে জাগে শুনবো নদীর শ্বাস,
একাই দেখবো চোরাবালি কোথায় ভরে লাশ;
ষড় ঋতুর দাপট ভারী বদলে দেবেই মাস,
প্রিয়ার চোখে কবির ভাষায় দেখবো সর্বনাশ;
চাতর আছে শুনেছিলাম কোথায় জানা নেই,
দেখবো হয়তো হলাম আটক তাই হারাবে খেই;
তবু আমায় যেতেই হবে অমোঘ টানে সেই,
কাতর চোখে দেখবো আমার কান্তা ডাকবে যেই;
শ্বাগনিকের উন্মাথ এড়ায় যেই বিহঙ্গ রোজ,
হঠাৎ একদিন সঙ্গীরা তার পায় না কোনো খোঁজ;
জানি না ঠিক কোন সে প্রাণীর হবো আমি ভোজ,
প্রেয়সী খুব খুশি হবে ত্যাগ করে তার বোঝ;
ক্রমেই আমায় ধরবে ঘিরে গুঁড়ো বালির স্তর,
উধাও হতে থাকবে আমার পায়ের তলার ভর;
কবেই তো হায় ভেঙ্গে গেছে আমার প্রেমের ঘর,
দূরে তখন রমণীয় নাচে মত্ত চর;
ভালো থেকো তুমি তাতে আমার যা হয় হোক,
নয়নজলে রইবে নাতো বিন্দুমাত্র শোক;
দেহ পেলে ভিজতে পারে হাতে গোণা চোখ,
আশনাই শুধু ঘিরবে কারণ সে যে ছিনে জোঁক।