মার্গে অনন্য সম্মান জয়েশ নাথ (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৬৮

বিষয় – কুয়াশা

জাড়ে পরাভব


মাঘের সকাল আজ কুয়াশায় মোড়া,
লেপ গায়ে বসে আছে যেন এক খোঁড়া;
শীতের বিহান যেনো দেয় গায়ে কাঁটা,
উত্তুরে হাওয়া নীরবে মারে কড়া চাঁটা;

বালার্ক ক্রমে বাড়াবে তার তেজী আলো,
উত্তাপে আপামরের লাগে ভারী ভালো;
দারুণ অবাক লাগে পাখিদের দেখে,
জীবজগৎ সমানে ঘোরে লেপ রেখে;

কুহকের মায়া ক্রমে দূরে যায় সরে,
ঘাসের মাথায় দেখি শুক্তি বিন্দু ভরে;
অবিকের সারি মনে জাগাবেই মায়া,
উদ্বেলিত রভসের খুব গাঢ় ছায়া;

পথবাসী কেঁপে চলে ওমের অভাবে,
সভ্য বলে গর্ব করি এড়াই স্বভাবে;
রক্ত-পলল-অস্থিতে মানবতা লাজে,
ধনিক বিবেকহীন হাসিমুখে সাজে;

স্বেদে হয় বানভাসি সৈরিক শ্রমে,
নতুন ব্রীহি-সিতাদি পিঠে-পুলি ক্রমে;
জাড়ে সাড় হারে আর তৈষে ও মাঘে,
শীতঘুমে সরীসৃপ তাপ চায় বাঘে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।