মার্গে অনন্য সম্মান জয়েশ নাথ (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৬১
বিষয় – মীরা
ভক্তিমতী মীরাবাঈ
রাজপুত নারী মনে গিরিধারী
শৈশব থেকে ভাবে,
কভু ভাব-আড়ি জিজ্ঞাসা জারি
কৃষ্ণকে কবে পাবে;
দুইবার বিয়ে বাধ্যতা নিয়ে
চিতোর-মেওয়ার রাজা,
লাভ নেই গিয়ে বুকে হাত দিয়ে
কানুহীন বড় সাজা;
সংসারে রিষ পেয়েছেন বিষ
বাঁচালেন সেই প্রভু,
দেখে দশ দিশ যতো কালো মিশ
শিলা বা ফুল হয় কভু;
সঁপে দেন প্রাণ অনুভবে ত্রাণ
গোপীবল্লভ তরে,
রচেছেন গান তাতে মধু ঘ্রাণ
পূত সুখে হৃদি ভরে;
প্রেমময়ী কায়া সাথে ঘিরে ছায়া
নিবেদনে রন মেতে,
নেই সেথা হায়া ব্রজেশের মায়া
চান শুধু কাছে পেতে;
বাঁশী বাজে কানে বিদ্যুৎ হানে
উথালপাথাল হয়ে,
পাগলিনী জানে নানা সুরে-গানে
বাঁচা বৃষ্ণির জয়ে;
এমন ভক্ত হওয়াই শক্ত
আজও চমকিত বিশ্ব,
ম্লান হয় তক্ত দিবা বা নক্ত
ভালোবেসে মীরা নিঃস্ব।