প্রবাসী ছন্দে জসিম মুহাম্মদ রুশনী (বাংলাদেশ)

লাল সাইরেন
তোমরা যখন চাঁদ নিয়ে কবিতা লিখছো
তখন ফজর আলী রিকশা জমা রেখে
চাহিদার অর্ধেক সদাই কিনে বস্তির পথ ধরেছে,
তোমরা যখন একশো টাকার গোলাপে ঘ্রাণ খুঁজছো
তখন ফজর আলীর অসুস্থ সন্তান
উনুনে চড়া ভাতের হাঁড়ি থেকে ফেনের ভাঁপ নিচ্ছে;
রমনার বটমূলে
সিআরবির শিরিষতলায়
বিপ্লব উদ্যানের জটলায়
হাদিস পার্কের বেঞ্চিতে
জোড়ায় জোড়ায় বসে জীবনে রঙ মাখছো তোমরা,
কমলাপুর আউটার স্টেশনের বস্তিগুলোতে
বটতলীর জীর্ণ খুপরির বহরে
অযুত নিযুত জীবন চিৎকার করছে আকাশ ছাপিয়ে,
তোমরা দিব্যি বসে বসে প্রেমের কবিতা বুনছো।
তোমাদের আকাশে চিরযৌবনা চাঁদ হাসছে
তোমাদের ড্রয়িংরুমে রোজ আসছে নতুন গোলাপ
তোমাদের ডাইনিং টেবিলে পাখিদের ভাঁজা শরীর
তোমাদের বেডরুমে গতরবেচা অপ্সরাদের শীৎকার
তোমাদের বেলকনিতে নিয়নবাতির লুকোচুরি
একেকটা জ্যান্ত দানব তোমরা মানুষ সেজে আছো।