প্রবাসী ছন্দে জসিম মুহাম্মদ রুশনী (বাংলাদেশ)

নারীনামা
নারী মানে মমতার মহাসরোবর
নারী মানে ভালোবাসাবাসি ভরা ঘর।
নারী মানে জীবনের মহা জাগরণ
নারী মানে ফুলপাখি রঙে রাঙা মন।
নারীহীন পৃথিবীটা ভাবো এক ক্ষণ
নিমিষে উদাস হয়ে ভারী হবে মন।
চাঁদের জোছনা দেখে সুখী হও কতো
পৃথিবীতে নারীরাও জোছনার মতো।
সূর্যকিরণ পেয়ে হেসে ওঠে সব
নারীরাও পৃথিবীর কিরণ বিভব।
ঢেউহীন সাগরের শোভা আছে কোনো?
নারীকেও জীবনের শোভা বলে মেনো।
কেন নারী আটকাবে এ কী হায় হাল
নারীতেই আটকা এ পৃথিবী বিশাল।
যতোদিন আছে নারী ধরনীর মাঝে
পৃথিবী টেকায় নারী মমতার ভাঁজে।