প্রবাসী ছন্দে জসিম মুহাম্মদ রুশনী (বাংলাদেশ)

পূর্বপাঠ
মিথ্যা ইতিহাসে বিভ্রান্ত ছানাপোনা
হাতে ধরে আছে মিথ্যেময় পতাকা
মিথ্যের দেবিকে রোজ দেয় পূজো
মিথ্যেকেই বুকে টেনেছে মোক্ষ ভেবে ;
বোকাসোকা নির্বিদ্য ছাগলের পালবৎ
একের পেছনে দৌঁড় লাগাচ্ছে অন্যে
বন্য শ্বাপদের পায়ের ছাপ দেখে দেখে
শিকার শিখতে চলেছে নির্বোধ ছানাপোনা।
একদিন সত্য ফিরবে এই জনপদে
নিরীহ ছাগশিশুগুলো বলি হবে!
উহ্, কী বীভৎসতা নামবে জনপদে!
মিথ্যার দেবি কখনোই ভক্ত বাঁচায় না।