প্রবাসী ছন্দে জসিম মুহাম্মদ রুশনী (বাংলাদেশ)

দূরত্ব
তোমার নিয়নজ্বলা উদ্দাম শহর থেকে
আমার জোনাকজ্বলা কুটিরে আসে না আলো
তোমার উন্মত্ত জোয়ারের ফেনিল উচ্ছ্বাস থেকে
আমার ছোট্ট জলাশয়ে বুদ্বুদ আসে না কখনও
তোমার রঙিন পেয়ালার ভরাট তলানি থেকে
আমার মাটির সোরাহি কিছুই পায় না
তথাপি
আমার মাটির আলপনায় কেবল তোমারই জলছাপ।