ক্যাফে কাব্যে যুবরাজ মাল

মনের অঙ্ক
সরিয়ে রেখে ঝঞ্ঝা দোষের হিসাবে, মেলে ধরে শান্তির ওই বাতি।
অল্প আলোই খুঁজে নিতাম আমি, হয়েছে জীবনে যতো ক্ষয়ক্ষতি।
ক্ষতিগ্রস্ত নাইবা হলে তুমি, বিপর্যয় টা ছিলনা আমার একলার।
হিসেবে যদি কষতে চাও তুমি, তবে ফিরতে পারো আর একটি বার।
আমার দরজা খোলা ছিল তখন, এখনও যেমন ছিটকিনির আগল, ভরসা নেই জ্যোতিষীর ভবিতব্যির।
অভ্যাস টি আত্মবিশ্বাসী নিত্য, এখন আমি ভালো আছি দিব্যি।
ভালো থাকার তরজমার নেই অভিযোগ, তারা এখন সাতে,পাঁচে বারো হতে পারে।
হিসেবে কষায় পটু হয়েছে স্বভাব টা, গোপনে লোক চক্ষুর আড়ালে নিঃস্বাড়ে।
যদি এবার ঝঞ্ঝা হতে চাও, দোষের হিসাবে নেবো না আমি একা।
মেলে ধরে শান্তির ওই বাতি, মিলিয়ে নিয়ো নিজের হিসেবে ও টা, যদি হয় কখনও আমার সাথে আবার ভুলবশত দেখা।
পারলে বরং হিসেবে শিখে এসো, গুন যোগ ভাগ এসবই তে হবে।
শক্ত অঙ্কের নেই তো বালাই এসব, সহজেই হিসেবে গুলো রবে।
চক্ষুশূল কোরো না যেন তুমি, অঙ্ক ভুলের নীতি টি যেন আর না ফেরে।
হিসেবে আমি শিখে নিয়েছি খুব ভালোই, একা গোপনে খুব নির্ঝরে।