T3 নববর্ষ সংখ্যায় জীতা লাহিড়ী

মিথ্যে চাওয়া
দিন শেষে মিথ্যে প্রত্যাশাদের দেশে যখন মন থমকে দাঁড়ায়,
হাতবারিয়ে খুঁজে বেরায় জীবন মানে,
হিসেব ঝুলি পূর্ণ ধুলি
সবটা জুড়ে একটা ফাঁকি,
এতোকাল,
যেসব ভুল, করেছে ব্যাকুল ,
মিথ্যে যতো শুখের তাড়া,
এ জীবনের এমনই ধারা।
মন খারাপের জায়গাতো নেই,
মন নেই এর দেশে।
মিথ্যে মিথ্যে চাওয়ার মাঝে
সত্যি রে খুজি মিছে।।