কবিতায় পদ্মা-যমুনা তে জহির খান (গুচ্ছ কবিতা)
by
·
Published
· Updated
১| নট ব্যাড
দারুণ ভয় সময় তোমার
ধানের গোলায় আগুন
প্রতিবেশীদের থলে জল
আজকাল খুব প্রেম প্রনয়
গোলটেবিল বৈঠকে সরকার
তবু এই বেশ সম্পর্ক আমার
২| ঝিনুকের নাও
প্রেম প্রেমে পড়ে গেল
জলে ভিজে আগুনে পুড়ে
একেবারে যেন যা ইচ্ছে তাই
এক বিকেল মাতাল সময় ধরে…
আর দারুণ সব সময়
তুমি আমাকে নিয়ে চলো
সুদূর পরাহত বনে জঙ্গলে
যেখানে স্বেচ্ছায় আমি কখনো কখনো
নরকবাসও করতে পারি
কখনো কখনো মহুয়ার গান
আবার হয়তো শাল নৃত্য…
অতঃপর
পাঠ ঠাকুর অনুমোদিত
প্রত্যেকেই এই বেশ ঠুকে আগুন জলে
এখন খোঁজে অনেক ঝিনুকের নাও
বেশ হয় তবে তাহাদের গান…