কবিতায় পদ্মা-যমুনা তে জার্জিস খান

আমার শেষ
এখন থেকে ঘড়ি মেপে ছয়টায় বা এক মিনিট আগে আমার যখন ঘুম পায়
আমি স্ক্রলিং এ একটা বড় টান দিয়ে দশ মিনিট নেশার অন্য ডাইমেনশনে চূড় হয়ে ডুবে ত্যাল পিঠা খেতে বসি নরম গরম।
হঠাৎ প্লেট নো ম্যান্স ল্যান্ড হয়ে যায়।
তারপর আমি লেহন মেশিন ঘুরিয়ে স্বাদ নিবার কোশেশ করি
পেট ঘুইরা উঠে।
তাও লোভের মুখে লাগাম সাঁটাতে না পেরে
আবার পাঁচটা আঙুল সমেত হাত বাড়াই,
এবাদে উপযোগ আগাতে আগাইতে মইরা যাই।