বহুকাল শূন্যতায় আমার একাকী জীবন, আমি পূরহিত হতে শিখিনি, শৈশব ইশকুল আমার দুধের পেয়ালায় সাপ পোষার এক গল্প মাত্র, এখন আমি আমার শৈশব কেটে যৌবনে, নিশ্চয় অবগত, ইশকুল বদলে গেলো, আমার খাসিলদ বদলালোনা, শুধু সামাজিক একটা পরিচয় হলো , কিছু সময় পর আমি বাবা হলাম, রক্ত ও মাংসের ব্যবহার বুজতে চেষ্টা করলাম, কেউ কেউ বলতে লাগলো মহান পুরুষ আমি, অনেকে ভিন্নমত পোষণ করলেন ”খচ্চর পুরুষ” আমি ইতিহাস ও ভূগোলে গেলাম সেই সাথে বুঝতে চেষ্টা করলাম মহান পুরুষ আর খচ্চরের ব্যবধান, কিছু সময় পর আমি শূন্য মগজ নিয়ে ফিরে এলাম। খরচের খাতায় পড়ে গেলো আমার সময় ও শ্রম
২| কৃতজ্ঞতা
ওহে আগুন চাবুক খন্ডকালীন প্রেম
খুব মায়াময় আঙুলের ডগায়
খুব ভালোবাসি- ভালোবাসি
প্রেমে অপ্রেমে যত্ন নিও
সবসময় অথবা মাঝামাঝি…