আহ! আমার এইসব প্রবল জলতৃষ্ণা
তা কেন মধ্যবয়সে বুঝিনি?
আমার এক পানকৌড়ি জীবন
জলে ডুব দেই, তবুও জলের তৃষ্ণা মিটে না
৩| আমার সম্পর্কিত দুঃসমাচার
বৃক্ষের দিকে তাকিয়ে এখন মৃত্যুকে ভুলে থাকি
অবশ্য এটাকে মৃত্যুর জন্য অপেক্ষাও বলা যায়
বৃক্ষেরা যেভাবে মৃত্যুর জন্য আজন্ম অপেক্ষমান
তোমার জন্যও এভাবে আমি ক্যাথিড্রালের পাশে
অপেক্ষায় থাকতাম এক সময়
অতঃপর, তোমাকে পেয়ে গেলে বেমালুম ভুলে যেতাম
অপেক্ষার সেই তীব্র উৎকণ্ঠা
যেমন, মৃত্যুকে পেয়ে গেলে পাখিরাও ভুলে যায়
পৃথিবীর ইতিহাস
আমিও এখন ক্রমশ আমৃত্যু অপেক্ষমান
তোমার জন্য, মৃত্যুর জন্য, অথবা সব কিছুর জন্য
৪| আমার সেই সব হলুদ যৌবন
সূর্যের গতিপথ কখনোই বদলানো যায় না
যেমন, বদলানো যায় না তোমার অন্তরিক্ষের মানচিত্র
বিকেলের সূর্যকে প্রতীক্ষার তাকিয়ায় হেলান দিয়ে রেখে
দিনকে আমি রোজ শৃঙ্গার করি
সময়ের গর্ভে জন্ম নেয় এখন রৌদ্রপক্ক হলুদ যৌবন
যৌবনের এই তীব্র দাবদাহে
ক্রমশ লাল হয়ে ওঠে শরীরের ছাল
আমার শরীরের ভাগাড়ে সম্ভ্রমের লাল ইশতেহার
তোমার শরীর তৈরি হওয়া এক আউশ ধানের ক্ষেত।