প্রবাসী কলমে জায়েদ হোসাইন লাকী (গুচ্ছ কবিতা)

সাঁতার প্রণালী
একটি দুগ্ধবতী নদীর রক্তস্রোতে সাঁতার কেটে- কেটেছিল আমার ভ্রুণকাল।
কুমার নদীতে সাঁতার কেটে কৈশোর কেটেছে
অন্য এক অমৃত নদীতে সাঁতার কেটে কেটে
আমার যৌবন চলে যায় অবেলায়
সামনে আমার এক মহা-সমুদ্রজীবন
আমি মূলত একুরিয়ামে সাঁতার কাটা এক
মৎস্যপ্রজাতির মানুষ
শুধু, এ নদী, সে নদীতে সাঁতরে বেড়াই
কূলের নাগাল আর পাই না
সময়ের অন্তরীক্ষে ডুবে যেতে যেতে
বিভাজনে ভরে যায় আমার যাবতীয় সাঁতারকূল
মধ্য রাতের সঙ্কট
বয়স বাড়লে মধ্যরাতে গলা শুকিয়ে যায়
আমার এক আজন্ম জলতৃষ্ণা
বাল্যকালে গলা শুকিয়ে গেলে-
মা আমাকে পানি পান করাতেন
যৌবনে আমি কারো পাণিগ্রহণ করিনি
মধ্যবয়সে মধ্যরাতে,
মাথার পাশে এক বোতল পানি রাখার জন্য
কেউ একজন থাকা উচিৎ
বৃদ্ধরা গলা শুকিয়েই মরে
আমার তৃষ্ণার জল হেমলক হয়ে গলায় বিঁধে
আহ! আমার এইসব প্রবল জলতৃষ্ণা
তা কেন মধ্যবয়সে বুঝিনি?
আমার এক পানকৌড়ি জীবন
জলে ডুব দেই, তবুও জলের তৃষ্ণা মিটে