প্রবাসী কলমে জায়েদ হোসাইন লাকী (গুচ্ছ কবিতা)

জানি না, আমি কিচ্ছু জানি না
আমাদের এইসব আশ্চর্য তাকিয়ে থাকা
তা কী সত্য নয়?
দু’চোখের গভীরে যদি অপেক্ষার ছায়া থাকে
তাকে তবে কী প্রেম বলা হয়?
আমাদের এইসব নির্মোহ চোখাচোখি
তবে কী সেটাই প্রেম?
ঠোঁটের কোনে লুকিয়ে রেখেছো কী তবে
নিকষিত হেম?
এলা, কবিতাটি তোমার জন্য নয়
কারো আছে মাধবীলতা
কারো থাকে শাহাজাদি এলা
আমার আসলে কেউ নেই
আমি খুব একেলা
কারো জন্য কেউ মরে
কেউ আবার ঘুমের ট্যাবেলট খায়
কেউ আবার নিজের ভুলেই
মাধবীলতাকে হারায়
আমার কেউ হারায় না
নেই পালাবার কেউ
বুকের ভেতরে উঠেনা কখনোই
প্রেমিকা হারানোর ঢেউ
আমি শুধু আমার ভেতরেই
টুকরো টুকরো হয়ে থাকি
আমার যত দুঃখ আছে
ব্যাংকের লকারে জমা রাখি