মেহেফিল -এ- শায়র জগলুল হায়দার (ছড়া)

ডিজিটাল হাট
পালটে গেছে চিত্র এবার
করোনায় সেই হ্যাপা নাই
অনেক গরুর হাটই গায়েব
দেখবা? গুগোল ম্যাপ আনাই।
স্বাস্থ্যবিধির বাস্তবতায়
বহুত হাটই জারি নাই
ভিড় ঠেলে সেই মুলামুলি
কিম্বা কথার ঝাড়ি নাই।
অনলাইনে কন লাইনে
আপনি গরু, খাসি কি না?
বাটন টিপে সস্তা পেলে
হইব ভালোই হাসি কিনা।
কিন্তু তাতেও ঝুঁকি আছে
ওজন সাইজ বুঝতে ভাই
ল্যাংড়া লুলা, দাঁত কটা ফের?
কেমনে পারুম খুঁজতে ভাই!
অনেক গরিব পুষছে গরু
তাদের তো আর আশা নাই
অ্যাকচুয়ালে মার খেয়ে কয়-
ভার্চুয়ালে শ্বাস আনাই।
তাই গরু মোষ হোক না বেচা
খামারির আর রুজি নাই
কোরবানিতে হাসুক তারাও
যাদের সেমাই সুজি নাই।