পাইন পথের বাঁকে তুমিও রয়েছ কোথাও অপেক্ষায়, তোমারও তো তৃষ্ণা আছে!
তবু নিখিলের মলিনে তোমাকে মানায় না বলে
সকল ক্ষত ,
রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে যত আবর্জনা – সব মুছে নিতে হবে।
দুঃখঋতু পার হয়ে আকাশের দেওয়াল সাজবে নীল তারার ঝাড়বাতিতে।
আর ধ্রুবতারা নেমে এসে বলে যাবে, দাবিপত্র পেশ করতে গিয়ে আর কখনও দাসানুদাস পুলিশের লাঠির আঘাতে মারা যাবে না কোনো মইদুল।
কিংবা নির্বাচনের তরণী পার করাতে গিয়ে পুকুরে ভরাডুবি হবে না কোনো মাস্টারমশাইএর।
দূষিত রক্ত মুছে নিয়ে আবার উঠে দাঁড়াব,
হাঁটতে হাঁটতে চলে যাব অনেকগুলো মোড় পেরিয়ে
পাইনবনের ধারে – যেখানে দাঁড়িয়ে আছো একাকী