T3 || নারী দিবস || সংখ্যায় জলি ঘোষ

সুখের চাবিকাঠি নারী
আট মার্চ বিশ্বে নারী দিবস
সারা জগৎ লোক কয়,
একদিন পাবে নারী সম্মান
এ অপমান কি নয়?
নারী মানে দশভুজা
অসুর দমনকারী,
নারী আমি সহনশীলা
সবই সইতে পারি।
নারী ঘরের অলংকার তাই
ভেবো না সে দাসী,
নারী আছে তাই সংসারে
বাজে প্রেমের বাঁশি।
সংসারে সুখ শান্তির কারণ
আমি নারী মানি,
স্বামী সংসার আগলে রাখার
চাবি কাঠি জানি।
কষ্ট দিলে ফেরত পাবে
নারী প্রভুর যে দান,
কোরো না তাই অবহেলা
রেখো শ্রদ্ধা আর মান।
নারী সকল শক্তির আধার
করে সংসার আলো,
নারী বিহীন শূন্য জগৎ
বিশ্ব আঁধার কালো।
নারীর গর্ভে জন্ম তোমার
ভুলো না সে সব দিন,
একদিন ঘটা করে সম্মান
ভাবছো শুধলে সব ঋণ?