ক্যাফে কাব্যে জলি ঘোষ

শিক্ষা বাঁচাও মাগো
পুস্তক-বীণা হস্তে দেবী তুমি
সরস্বতী শুভ্র বসনা,
মাঘমাসে শ্রী পঞ্চমী তিথিতে
করি বাসন্তী বন্দনা।
জ্ঞানের দেবী তুমি মাগো
বাগদেবী হংস বাহনা,
জাঁকজমক ভুলে করি সবে
আজ তব আরাধনা।।
আজ দু-দুটি বছর কেটে গেল
লকডাউনে মাগো ,
ছোট্টো শিশুদের অনলাইনে
মন বসছে না গো।
হোয়াটস্যাপ আর গুগল ঘেঁটে
হয় কি পড়াশুনা?
শিক্ষা বাঁচাতে কাতর কণ্ঠে
করি তাই প্রার্থনা।
মোবাইল ঘেঁটে সারাটি দিন
দু চোখ বারোটা পাঁচ,
বাইরে বেরোলেই পায় তারা
ভাইরাসের আঁচ।।
ইস্কুল কলেজের শিক্ষা মানে
আজ পড়া পড়া খেলা,
চলছে মিছিল ভোটের প্রচার
আর রমরমিয়ে মেলা।
মাগো তুমি বন্ধ করো এবার
চলছে যে সব অনাচার,
চালু হোক ইস্কুলেতে ফের
নিয়মমাফিক আচার।
আসুক আবার ইস্কুল বাস
লাগুক না সবার তাড়া,
মেতে উঠুক কচিকাঁচার দল
মন হোক পাগল পারা।।
এসো সবে মিলি করজোড়ে বলি…..
“জয় জয় দেবী চরাচর সারে,
কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে,
ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।”