কাব্যানুশীলনে জয়ন্ত দত্ত

নেফারতিতি, তোমাকে
যাচ্ছ চলে নেফারতিতি
বিষণ্ণ চুল উড়ছে হওয়ায়
সবুজ আকাশ দূরে সরে যায়
কিছু পথ এখনো বাকি
এখনই নামবে সন্ধ্যা
পৃথিবীর পুরোনো পথে
ল্যাম্পপোস্ট নতজানু
প্রার্থনায় একা দাঁড়িয়ে
হাত বাড়িয়ে ছুঁতে তুমি পারোনা
একা দাঁড়িয়ে চাঁদের কঙ্কাল
হেঁটে যেতে যেতে ভুল পথে থেমোনা
খুঁজো না উদার আকাশ
কিছু কালো মেঘ
কিছু বিস্মরণের নদী
বয়ে যায় তোমার আত্মার
কাছাকাছি নেফারতিতি
যাবেই চলে নেফারতিতি
তোমার শঙ্খ শরীরে জলপদ্মরেখা
এখনই যেওনা অন্ধকারে
আমাকে ফেলে একা…।