কবিতায় পদ্মা-যমুনা তে ঝুটন দত্ত (গুচ্ছ কবিতা)

১| উর্বশী
তুমি এক কমলা রঙের বিকেল,
তোমার মন পুকুরে খেলে রাজহাঁস।
ভেজা সন্ধ্যায় কর্পূরের দীপ জ্বেলে
দেখি পাহাড়ি পথের নির্জন মায়া মুহূর্তে সুঘ্রাণী
হাওয়ায় উড়ে যায় সুখজাগানিয়া পাখি;
কৃষ্ণচূড়া রং মিশিয়ে তোমার শ্রীচরণ আকেঁ
রাত-বিরাতে একধ্যানী শিল্পী নিকুঞ্জ সরোবরে।
২| এই সব দিনলিপি
তোমাকে ছুঁয়ে আছে নির্জন দুপুরের রোদ,
নারিকেল পাতার ছায়া-
শীত ভেজা রাতের খোলা আকাশের তারারা,
আর একটা মেঠো পথে কাঠগোলাপ গাছ আঁকাবাকা
শেষে সন্ধ্যা মালতী হাওয়া।
বৈশাখের পাকা ধানের ক্ষেতে ডেকে যায় লক্ষ্মীপ্যাঁচা,
মন জুড়ে বেড়ে ওঠা লতানো লাউয়ের ডগার মতো তুমি
আর কিছু বিষাদগ্রস্ত অসমাপ্ত পংক্তিমালা।