T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় জয়তী দাস

পাথর প্রতিমা
আমি তখন নায়াগ্রার শব্দ শুনছি ধীর লয়ে
কিংবা কোনো পাথর প্রতিমার ভেতরের মন্ত্রধ্বনি
বাইরে চাপা আলো অন্ধকারের বিকালের ছোঁ-খেলা
পরিপাটি ভাঁজ হয়ে আসছে সংসারের যাবতীয় দপ্তরখানা –
পাখিদের ছুটি হয়ে গেলো, নীল আকাশ ধীরে ধীরে পশ্চিমে পা বাড়ালো
শুধু ওই প্রতিমা….. নদীর কাছেই ঋণ শোধে ব্যস্ত!
লিখতে পারতাম ওর সোনার বালা হারিয়ে গেছে অথই জলে, ওর শরীরের অষ্টধাতু গলিয়েছে মহাজন শ্রেণী-
জানি, ওর কঙ্কালের ফাঁকফোকরে নীল কাঁকড়া বাসা বেঁধেছে
তবুও অপেক্ষা ওর ফুরায় না…
দেওয়ালে,পথে ছুটে বেড়ায় ইচ্ছে রঙের বেদুঈন ঘোড়া
স্থির অচঞ্চল মূর্তি ডুবতে থাকে মানুষের ভিড়ে –