কবিতায় জয়ন্ত দত্ত
by
TechTouchTalk Admin
·
Published
· Updated

কবি, অনুগল্পাকার, প্রচ্ছদশিল্পী হিসেবে শিল্পাঞ্চলে খ্যাত। দেশ, নন্দন, তথ্য কেন্দ্র ইত্যাদি ছাড়াও অনেক ছোট পত্রিকায় নিয়মিত লেখা প্রকাশিত হয়।
কখনো একান্তে
১)
একদিন,
সবাই ঘুমিয়ে পড়ে।
আমিও ঘুমবো ব্যথার ভারে,
নুয়ে পড়া এক রাতে।
আমার একটা পূর্ণিমা মধ্যদুপুর
আছে, কচি-কচি ডালপালা ছড়ানো
একটি বৃষ্টি বেলা আছে।
আমার উঠোনজুড়ে কেবল
দিনমান হলদে বিকেল নাচে…
২)
মাঝরাতে নড়েচড়ে বসে স্মৃতির শহর
পলাতক চোখ খুঁজে ফেরে হারানো ঠিকানা
প্রাপ্তি স্বীকারের যোগ বিয়োগে
যে মানুষটি দাঁড়িয়েছিল বৃদ্ধ গাছের মতন
তাঁর চোখে আজ অনুশোচনার তীব্র ক্ষরণ!!
৩)
মাঝে মাঝে
নির্জন মাঠ জড়িয়ে ধরে –ফেলে আসা বন্ধুর
মতো
মনে করিয়ে দেয়
কতদিন আকাশ দেখিনি
নদী ও ভাসিয়ে দেয়
পাখিরা খুনসুটি করে –সেই ঢেউয়ের
ওপর
দুঃসময়ের ভিড়ে আটকা পড়ে
আমিও নতুন কোনো
পথ খুঁজি…