কবিতায় পদ্মা-যমুনা তে ঝুটন দত্ত (গুচ্ছ কবিতা)

আদিম অরণ্য
একটা সময় শেয়ালের হুক্কাহুয়া শুনা যেত নিত্যসন্ধ্যায়,
দিন দুপুরে কেউ একা যেত না পাশ ঘেঁষে।
অনাবাদী জমিতে জংলী পশুদের বিচরণ ছিল,
সেসব এখন এক দুই তিন ফসিল জমি হয়েছে।
বনকে ঘিরে পাড়াময় রয়েছে ভৌতিক কল্পকাহিনী
কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কোথাও সেই জঙ্গলগুলো;
জৌলুস নেই, আছে টুকরো অন্ধকার হয়ে।
যাযাবর
আমাদের জীবন গ্লানিতে ভরে যায়
ভুল অনুভূতির দরজায় দাঁড়িয়ে;
দিনমান ঠকঠক করলেও বেরিয়ে আসে না কোন মানুষ বা প্রাণী।
আমাদের ভিতরের ডাক পৌছায় না
প্রজাপতি মিশেল মৌবনে,
একটি ফুলের জন্য প্রতীক্ষা সৃষ্টি লগ্নের।
মরুর বুকে যাযাবর হয়ে হেঁটে যাই,
লাবণ্য চুলের খোঁপায় গেঁথে রাখি পাপড়ি;
অনাদিকালের ভিতর থেকে উড়ে ভ্রমর।