আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ জয়ীতা চক্রবর্তী আচার্য

ভালোবাসাহীন জীবন
ঘনীভূত রঙ ও রেখার ভাঁজগুলো
বেঁচে থাকার একটা প্রশ্ন!
জটিল উপমা, নিঃসঙ্গ পথে
অদৃশ্য মুখোশ, স্বেচ্ছাবন্দি।
ভালোবাসা বিলাসী
আমার কবিতা
অবরুদ্ধ যন্ত্রণার গাঢ় ছবি।
ক্ষায়াটে যৌনতা কুরে খায়
গাঢ় দাম্পত্যে,
প্রেম হীন সম্পর্ক টিকে রয়,
আমার ব্যস্ত প্রহর মরিচীকায়,
অন্তিম রূদ্ধশ্বাস যুদ্ধে, বাস্তবে।
ক্যানভাসে ফুটে ওঠে জীবনের গদ্য।
জীবন বাজি ধরে,
ভালবাসাকে রেখেছি বন্ধক।
মনের তিয়াস মিটে গেলে,
থাকে না মনের গহনতলে কোন হাঁকডাক।